সমবায় বিভাগের সংক্ষিপ্ত ইতিহাস
এ উপমহাদেশে সমবায়ের যাত্রা শুরু হয় ১৯০৪ সালে। তৎকালীন ভারতে নিযুক্ত ব্রিটিশ গভর্নর লড কার্জন সমবায় ঋণদান সমিতি আইন জারীর মাধ্যমে এর প্রবর্তন করেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে ১৯৮৪ সালে সমবায় অধ্যাদেশ ১৯৮৪ নামে প্রথম সমবায় আইন প্রচলন হয়। এরপর ১৯৮৭ সালে সমবায় সমিতি নিয়মাবলী ১৯৮৭’’ প্রণীত হয়। পরবর্তীকালে ‘সমবায় সমিতি আইন-২০০১’ জাতীয় সংসদে সর্বপ্রথম বাংলায় সমবায় আইন প্রণীত হয় যা এখনো কার্যকর রয়েছে। এই আইনকে ব্যাখ্যার জন্য ২০০৪ সালে ‘সমবায় বিধিমালা-২০০৪’ প্রণয়ন করা হয়। রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ আইন ১৯৮৯ (১৯৮৯ সালে ১৯নং আইন) এর ২৩ (খ) এর অধীনে সরকার তৎকালীন রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদের (বর্তমানে রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ) নিকট জেলাস্থ সমবায় বিভাগ ০১/০১/১৯৯২ খ্রিস্টাব্দে হন্তান্তর করেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস